ঢাকা | মে ১৫, ২০২৫ - ৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে শাপলার পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন

  • আপডেট: Wednesday, May 14, 2025 - 11:42 pm

প্রেস বিজ্ঞপ্তি: দাতা সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ ড্রাউট (ইসিসিসিপি- ড্রাউট) প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের মারিয়া গ্রামে  বুধবার বিকাল ৪টায় দায়মা পুকুর পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান জাকির আহমেদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইসিসিসিপি- ড্রাউট প্রকল্প প্রধান ড. ফজলে রাব্বি সাদেক আহমাদ এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক  মোহসিন আলী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএএসএফ ইসিসিসিপি- ড্রাউট প্রকল্প সমন্বয়কারী রবিউজ্জামান ও ব্যবস্থাপক ফজলে হোসেন ফরহাদ, সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) শাপলা ও ইসিসিসিপি- ড্রাউট প্রকল্পের ফোকাল পারসন জাহাঙ্গীর আলম, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প কর্মকর্তাবৃন্দ এবং ইউপি প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মারিয়া গ্রামের পুকুর পাড়ে বসবাসকারী উপকারভোগীসহ সর্বস্তরের জনগণ।

এর আগ পিকেএসএফ চেয়ারম্যান ও ডিএমডি এর সাথে ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পে কর্মরত ১৮টি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান ও প্রকল্প সমন্বয়কারী, রাজশাহী বিভাগীয় কমিশনার ও স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে রাজশাহী বিভাগীয় কমিশনার এর সম্মেলন কক্ষে প্রকল্প বিষয়ক ফলপ্রসু মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অগ্রগতি, বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS