প্রবীণ হিতৈষী সংঘের নির্বাচনি তপশিল ঘোষণা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার ত্রি-বার্ষিক নির্বাচনের (২০২৫-২০২৮) তপশিল ঘোষণা করা হয়েছে।
গত সোমবার ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে গতকাল ১৩ মে মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ সম্পর্কে আপত্তি দাখিল ১৫ মে বৃহস্পতিবার। ১৭ মে খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি নিষ্পত্তি। ১৮ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
২১ মে মনোনয়নপত্র বিতরন, ২৫ মার্চ রোববার সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল , ২৬ মে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংঘের রাজশাহী শাখা কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই ও প্রকাশ। ২৮মে বাছাইয়ের বিরুদ্ধে আপত্তি গ্রহণ শুনানী ও নিষ্পত্তিকরণ।
২৯ মে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ৪জুন প্রার্থীতা প্রত্যাহার, ১০ জুন বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। ২১ জুন শনিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বড়কুঠি অফিসে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ। মনোনয়নপত্রের ক্রয়মূল্য সভাপতি পদে ৩ হাজার, সহসভাপতি ও সাধারণ সম্পাদক ২ হাজার, সম্পাদকমণ্ডলী দেড় হাজার ও নির্বাহী সদস্য ১ হাজার।