ঢাকা | মে ১৫, ২০২৫ - ৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় ১২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, May 14, 2025 - 9:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে ১২টি মামলার পলাতক আসামি সাব্বির (২৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সাব্বিরের বাড়ি পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। র‌্যাব বলছে, গ্রেপ্তার সাব্বির এলাকার একজন সন্ত্রাসী এবং ছিনতাই-চাঁদাবাজ চক্রের মূল হোতা।

গত মঙ্গলবার সন্ধ্যায় পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রাম থেকেই সাব্বিরকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর একটি দল।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সাব্বিরের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। এসব মামলা নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন।

এলাকায় ফেরার খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Hi-performance fast WordPress hosting by FireVPS