ঢাকা | মে ১৫, ২০২৫ - ৪:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

  • আপডেট: Wednesday, May 14, 2025 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের তালগাছি গ্রামে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

এবিষয়ে গত মঙ্গলবার বড়গাছী ইউনিয়নের তালগাছি গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম বাদী হয়ে পবা থানায় নামীয় চারজনসহ অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামীরা জোরপূর্বক জমি দখল করার অপচেষ্টা করে আসছে। এরই জের ধরে মঙ্গলবার সকালে ২০/২৫ জন শরিফুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। বাধা দিলে তারা মারধর করে।

আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভাঙচুর ও লুটপাটে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়।

এবিষয়ে বড়গাছী ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার ইব্রাহিম মোল্লা জানান, এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা চলাকালে সম্পত্তির উপর কোন ধরনের স্থাপন নির্মাণ করা যাবে না।

তবুও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শরিফুল জোরপূর্বক টিনের ঘর নির্মাণ করেছেন। এরই ফলশ্রুতিতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বড়গাছী ইউনিয়নের তালগাছি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাংচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এবিষয়ে অভিযোগ তাঁরা পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS