সিরাজগঞ্জে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ডোবার পানিতে ডুবে মারিয়া খাতুন নামে সাত বছরের এক শিশু নিহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার মেঘাই আশ্রয়ণ প্রকল্পের নিকটে বালির পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি পরিবারের সঙ্গে আশ্রয় প্রকল্পেই বসবাস করত।
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রয়ণের ঘরগুলোর সঙ্গেই বালু ব্যবসায়ীরা যমুনা নদী থেকে বালু উত্তোলন করে রেখেছে। সেখান থেকে নির্গত পানি জমিয়ে রাখার জন্যে একটি ডোবা খনন করা হয়েছিল। মঙ্গলবার সকাল ১১টার দিকে শিশুটির মা টুবুলি খাতুন ওই ডেবার পানিতে কাপড় ধুতে গেলে শিশুটিও পেছনে যায়।
এক পর্যায়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে শিশুটি ডোবার পানিতে ডুবে যায়। পরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে দুপুর দেড়টার দিকে পুকুরে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। তিনি বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু পরিবারের সদস্যদের অনুরোধে মরদেহটির ময়নাতদন্ত না করেই দাফনের জন্য রেখে আসতে হয়েছে।