ঢাকা | মে ১৩, ২০২৫ - ৪:২২ পূর্বাহ্ন

সিএজি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ’র উদ্বোধন

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 12:00 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী বিশেষ সেবা সপ্তাহ এর অনলাইন প্লাটফর্ম  সোমবার উদ্বোধন করা হয়েছে।

অনলাইন প্লাটফর্মের উদ্বোধন করেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল  নুরুল ইসলাম। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) এর রাজশাহী কার্যালয় কর্তৃক সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

এর মধ্যে রয়েছে পেনশনারগণের জন্য ওয়ান-স্টপ-সার্ভিস এবং পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সম্পর্কে অবহিতকরণ।

সরকারি কর্মচারীগণকে জিপিএফ, টিএ বিল, বেতন বিল, এলপিসি, বেতন নির্ধারণ ইত্যাদি সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান। ভিডিওগণকে আইবাস++ এর মাধ্যমে অনলাইনে সামারি বিল প্রস্তুত বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান।

Hi-performance fast WordPress hosting by FireVPS