রাবি উপাচার্যের সাথে ইরানের রাষ্ট্রদূতের মতবিনিময়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এদিন বিকালে তিনি শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে মতবিনিময়ে মিলিত হন।
মতবিনিময়কালে উপাচার্য রাষ্ট্রদূতকে রাবিতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। এসময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ইরান সরকারের দেওয়া বিভিন্ন সহযোগিতার, বিশেষ করে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে পঠন-পাঠনের উন্নয়নে সহযোগিতাসহ একজন ভিজিটিং প্রফেসর পাঠানোর জন্য ধন্যবাদ জানান। আগামীতেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি ইরান সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর শফিউল্লাহসহ বিভাগের শিক্ষকবৃন্দ, রাষ্ট্রদূত পত্নী ও রাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর এসমায়েল সাদেঘি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৫ মে বৃহস্পতিবার বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘নজরুল ও হাফিজের কবিতায় মানবতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি উপস্থিত থাকবেন।