ঢাকা | মে ১৪, ২০২৫ - ৪:৩৩ পূর্বাহ্ন

মান্দায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 11:12 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্যগুদামে সরকার নির্ধারিত ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সাবরিন মুস্তারি, নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার ও প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, এ বছর প্রসাদপুর খাদ্যগুদামে ১৪০৯ মেট্রিকটন ধান ও ৩২০ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

সরকার নির্ধারিত দামে প্রতিকেজি ধান ৩৬ টাকা ও প্রতিকেজি চাল ৪৯ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে।

এ প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও শাহ আলম মিয়া বলেন, সরকার কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান ও চাল সংগ্রহ করছে। এই কার্যক্রমে কোনো ধরণের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না।

Hi-performance fast WordPress hosting by FireVPS