ঢাকা | মে ১৪, ২০২৫ - ৫:০৭ পূর্বাহ্ন

প্রতিদিন প্রতি মুহূর্তে গণশুনানি – বিভাগীয় কমিশনার

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 11:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, যখনই আমাদের অফিসে কেউ আসে তখনই আমরা তার সাথে কথা বলি। শুক্রবার বা বুধবার গণশুনানি করতে হবে এমনটা নয়। প্রতিদিন প্রতি মুহূর্তে গণশুনানি করা হবে। আমাদের অফিসে আসা মাত্রই আমরা মানুষের কথা শুনবো। মঙ্গলবার সকালে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডি-নথির ফিচার সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রম বৃদ্ধি সংক্রান্ত এক কর্মশালা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম’ এ কর্মশালা আয়োজন করে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং এটুআই প্রোগ্রামের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম। রাজশাহী বিভাগের বিভাগীয় ও আঞ্চলিক দপ্তরসমূহের প্রধানগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS