ঢাকা | মে ১৪, ২০২৫ - ৫:১২ পূর্বাহ্ন

পাবনায় চরমপন্থি দলের নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 11:24 pm

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় বাবুল শেখ ওরফে লগা (৪০) নামের এক চরমপন্থি দলের নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোরে ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী বিজয় রামপুরের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত লগা বিজয় রামপুরের হোসেন শেখের ছেলে। তিনি সর্বহারা দলের নেতা ছিলেন।

তার বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে। লগা পাবনার আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের বিশেষ ক্যাডার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সোমবার রাতে বিজয় রামপুর এলাকার সেউলি বাজারে ছিল লগা। সেখান থেকে রাত পৌনে ১টার দিকে বাড়ি যাওয়ার জন্য রওনা দেন তিনি।

পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, লগা চরমপন্থি দলের নেতা ছিল। তাকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি। ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS