ঢাকা | মে ১৪, ২০২৫ - ১২:৫৮ পূর্বাহ্ন

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার গ্রেফতার

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 6:01 pm

অনলাইন ডেস্ক: নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউসিসিএ সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে শহরের বঙ্গজ্জল এলাকায় ইউসিসিএ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, ইসতিয়াক আহমেদ ডলারের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS