ঢাকা | মে ১৪, ২০২৫ - ৪:২৩ পূর্বাহ্ন

নাটোরে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 11:19 pm

নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট খন্দকার ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার নাটোর স্বনির্ভর সমিতির (ইউজিসিএল) অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে অগ্নিসংযোগে পাঁচজনকে হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাঁকে আদালতে তোলা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS