ঢাকা | মে ১৪, ২০২৫ - ১২:২১ পূর্বাহ্ন

দিনাজপুরে আওয়ামী লীগ নেতা কাঞ্চন ঘোষ এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক ২টি মামলা দায়ের

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 6:03 pm

অনলাইন ডেস্ক:  দিনাজপুরে আওয়ামী লীগ নেতা কাঞ্চন ঘোষ ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণীতে তথ্য গোপন করার অভিযোগে দুদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

মামলা দু’টি দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে দায়ের করেছেন। মামলা দু’টি গ্রহণ করেন দুদক দিনাজপুর কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক মো. নুর আলম।

সোমবার রাতে দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান জানান, দায়েরকৃত মামলার আসামি দু’জনের বিরুদ্ধে দীর্ঘ সময়ে দুদকের অনুসন্ধানে আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন (৫০) দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বিগত সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছে। তারা তাদের অর্জিত অর্থের তথ্য দাখিলকৃত সম্পদ বিবরণীতে গোপন করে মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করেছেন।

দুদকের অনুসন্ধানে প্রকাশ পেয়েছে, কাঞ্চন ঘোষের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি এক লাখ ১০ হাজার ৭৩ টাকা। তার দাখিলকৃত হিসাব বিবরণীতে ৯ লাখ ৬২ হাজার ২১৩ টাকা সম্পদ গোপন করে ৯১ লক্ষ ৪৭ হাজার ৮৬০ টাকা সম্পদ উপস্থাপন করা হয়েছে।

অপর দিকে তার স্ত্রী চন্দনা সাহা এক কোটি ২৪ লাখ ৪৬ হাজার ৩১৯ টাকা স্থাবর-অস্থাবর সম্পদের মালিক। তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৭১ হাজার ২৫০ টাকার সম্পদ গোপন করে হিসাব বিবরণী দাখিল করা হয়েছে।

স্বামী-স্ত্রী দুজনের দাখিলকৃত সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে দুদক পৃথক দু’টি মামলা করেছে।

দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনকে মামলা দু’টির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS