ঢাকা | মে ১৪, ২০২৫ - ৫:০৪ পূর্বাহ্ন

চাঁপাইয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 10:16 pm

চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে ঝড়-বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  এসময় বজ্রপাতে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই যুবকের মা।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের গুলবাগ ফুলকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান গুলবাগ ফুলকুড়ি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।  চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে আম বাগানে আম কুড়াতে যায় মিজান ও তার মা সুফিয়া খাতুন। এসময় বজ্রপাত হলে তারা আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন এবং  সুফিয়া খাতুনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাবিবা জানান, বজ্রপাতে সুফিয়া খাতুনের অবস্থাও গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS