ঢাকা | মে ১৪, ২০২৫ - ৫:১১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১৩ বছর পর বিএনপি-জামায়াতের ৬৪ নেতাকর্মীর খালাস

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 11:08 pm

চাঁপাই প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় ১৩ বছর পর বিএনপি ও জামায়াতের ৬৪ জন নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু তালেব এ রায় ঘোষণা করেন।

আসামিপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদ জানান, ২০১২ সালের ৪ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে ‘রনি ইঞ্জিনিয়ার’ নামের একটি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগে এসআই নূরে আলম সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, কানসাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সারওয়ার আবেদীনসহ বিএনপি-জামায়াতের ৬৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

আদালত তার রায়ে উল্লেখ করেন, মামলার সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাদের বেকসুর খালাস দেয়া হলো। রায়ের পর আইনজীবী নূরে আলম সিদ্দিকী বলেন, তুচ্ছ একটি ঘটনায় দীর্ঘ ১৩ বছর আমাদের মক্কেলদের হয়রানি করা হয়েছে। আজ ন্যায়বিচার পাওয়া গেল।

আমরা এ রায়ে সন্তুষ্ট। খালাসপ্রাপ্ত আসামিদের একজন শহিদুল হক হায়দারী শহিদ মিয়া বলেন, সরকারি দমন-পীড়নের অংশ হিসেবেই আমাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল।

দীর্ঘদিন ভোগান্তির পর আমরা খালাস পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মামলার অন্যান্য আসামিরাও আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS