ঢাকা | মে ১৪, ২০২৫ - ৩:৫৮ পূর্বাহ্ন

গোদাগাড়ী ও তানোরে বকনা বাছুর বিতরণ

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 10:47 pm

গোদাগাদী তানোর প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় উপকারভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

গোদাগাড়ী প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৬ জন নিবন্ধিত দরিদ্র জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও ২০২৪-২৫ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মহিউদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওহেদুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. অরেসুল হক, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেসা এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাসহ সুবিধাভোগী জেলেরা।

সুবিধাভোগীদের প্রতিক্রিয়া ও প্রকল্পের লক্ষ্য বকনা বাছুর পেয়ে অনেক জেলে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, নদীতে মাছ ধরা এখন আর আগের মতো লাভজনক নয়, বরং ঝুঁকিপূর্ণ। তাই এই ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওহেদুজ্জামান বলেন, প্রকল্পের আওতায় যাচাই-বাছাই করে উপজেলার ১৬ জন দরিদ্র ও নিবন্ধিত ইলিশ জেলের মাঝে এই গরুগুলো বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে তারা গরু পালন করে পরিবারে অতিরিক্ত আয় সৃষ্টি করতে পারবেন।

সরকারের এই উদ্যোগ শুধু সহায়তা নয়, এটি একটি আত্মকর্মসংস্থানের পথ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি ধাপে ধাপে আরও বিস্তৃত করা হবে যাতে সব নিবন্ধিত প্রান্তিক জেলেরা এর আওতায় আসে। পাশাপাশি, গরু পালনের বিষয়ে প্রশিক্ষণ ও চিকিৎসা সহায়তাও দেয়া হবে।

তানোর প্রতিনিধি জানান, রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনুগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠির আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর ৮০টি পরিবারের মাঝে বিনামুল্য ১টি করে বকনা বাছুর এবং গো-খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে তানোর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

তানোর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ওয়াজেদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এসব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা বেগম, উপ-সহকারী ভেটেরিনারি সার্জন সুমন মিয়াসহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্মচারীসহ উপকারভোগীরা।

Hi-performance fast WordPress hosting by FireVPS