ঢাকা | জুলাই ২৪, ২০২৫ - ১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে দূর্বৃত্তের হাসুয়ার কোপে যুবক মৃত্যুশয্যায়

  • আপডেট: Tuesday, May 13, 2025 - 12:01 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দূর্বৃত্তের হাসুয়ার কোপে রিপন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত রিপন নগরীর বোয়ালিয়া থানার বর্নালী সিনেমা হল এলাকার গোলাম নবীর ছেলে।

সোমবার দুপুর ২টার দিকে বর্নালী সিনেমা হল মোড়ে এ ঘটনা ঘটে। রিপন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। সে একটি ঔষধ কোম্পানীতে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে নগরীর বর্নালী মোড়ে হাসুয়া দিয়ে রিপনকে কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, ঘটনাটি তিনি অবহিত হয়েছে। আহত রিপন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় সোমবার রাত ৯টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। তবে ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।