শেখ হাসিনাই জুলাই গণহত্যার ‘নির্দেশদাতা’ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রতিবেদন

সোনালী ডেস্ক: জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অভ্যুত্থানের সময় আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
তদন্ত সংস্থার পক্ষ থেকে সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেয়া হয়।
পরে ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলন করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, সোমবার জুলাই-আগস্টের গণহত্যার প্রধান মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র আকারে দাখিল করা হবে। তিনি বলেন, এ প্রতিবেদন হাতে পাওয়ার পর সবকিছু দেখে বিবেচনা করে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুটি কারণ গতকাল সোমবার জানানো হবে। বাকিগুলো জানানো হবে পরে। প্রথম অভিযোগ হলো, উসকানিমূলক। আর দ্বিতীয়টা, নির্দেশ।
এ বিষয়ে তার বহু কল রেকর্ড আছে। যেখানে তিনি মার্ডারের নির্দেশ ও অঙ্গহানির নির্দেশ পর্যন্ত দিয়েছেন। পাশাপাশি সুনির্দিষ্ট তিনটি ঘটনাকেন্দ্রিক কিছু অভিযোগ এসেছে, যা পরে জানানো হবে।