শান্তি প্রচারে গণমাধ্যমের প্রতি নতুন পোপের আহ্বান

অনলাইন ডেস্ক: নতুন পোপ লিও চতুর্দশ বৈশ্বিকভাবে শান্তি প্রচারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (১২ মে) রোমে গণমাধ্যম-সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করে তিনি এ আহ্বান জানান।
তিনি গণমাধ্যমকে এমন এক ধরণের যোগাযোগ প্রচারের আহ্বান জানান, যা ‘কোনো মূল্যে আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে না, প্রতিযোগিতার সংস্কৃতি অনুসরণ করে না এবং সত্যের অনুসন্ধানকে সেই ভালোবাসা থেকে কখনই আলাদা করে না। এর সাথে অনুসন্ধান করতে হবে বিনীতভাবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের অবশ্যই কথা এবং ছবির যুদ্ধকে না বলতে হবে; আমাদের অবশ্যই যুদ্ধের আদর্শকে প্রত্যাখ্যান করতে হবে।’
বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বর্ধনশীল প্রয়োগের কথা উল্লেখ করে পোপ উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল সম্ভাবনার জন্য ‘দায়িত্ববোধ এবং বিচক্ষণতা’ প্রয়োজন, যাতে এটি সকলের কল্যাণের জন্য ব্যবহার করা যায় এবং সমগ্র মানবতার উপকার করতে পারে।