ঢাকা | মে ১২, ২০২৫ - ৯:১৭ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বালিকাদের কাবাডি প্রশিক্ষন শিবির সমাপ্ত

  • আপডেট: Monday, May 12, 2025 - 12:26 am

স্পোর্টস রিপোর্টারঃ রাজশাহী জেলা ক্রীড়া অফিস ও ইউনিসেফের উদ্দ্যোগে বালিকাদের ৩দিন ব্যাপী অনুষ্টিত মহানগর পর্যায়ের কাবাডি প্রশিক্ষন শিবির শেষ হয়েছে।

রোববার(১১ মে) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালিকা কাবাডি প্রশিক্ষন শিবিরের সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বালিকাদের প্রশিক্ষণ প্রদান করেন সাবেক কাবাডি খেলোয়াড় ও কোচ বিজরী।

এছাড়াও রাজশাহী জেলা ক্রীড়া অফিস ও ইউনিসেফের উদ্দ্যোগে সন্ধ্যায় পবা উপজেলার গোপালপুর কমিনিউটি মাঠে ৩দিন ব্যাপী জেলা পর্যায়ের বালিকা কাবাডি প্রশিক্ষন শিবির শুরু হয়েছে।

এই প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন । প্রশিক্ষন প্রদান করবেন সাবেক কাবাডি খেলোয়াড় ও কোচ বিজরী। এ সময় সাবেক ফুটবলার ভোলা, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক হাবিবসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।#ছবি আছে#

Hi-performance fast WordPress hosting by FireVPS