ঢাকা | মে ১৩, ২০২৫ - ৫:১৬ পূর্বাহ্ন

গাড়দহ নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

  • আপডেট: Monday, May 12, 2025 - 11:04 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাাড়ায় নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সলঙ্গা থানার বড়গোজা জামে মসজিদসংলগ্ন গাড়দহ নদী থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম মারুফ হোসেন (১৩)। সে ঘুড়কা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের বাসিন্দা মোমিন প্রমাণিকের ছেলে। জানা যায়, মা মারা যাওয়ার পর মারুফ বড়গোজা গ্রামে নানা জিল্লুর রহমানের বাড়িতে থেকে কুতুবের চর মাছের আড়তে শ্রমিকের কাজ করত।

সোমবার সকালে আড়তে যাওয়ার জন্য সে বের হয়। পরে সকাল ১১টার দিকে নদীতে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। কিশোর মারুফের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার উপপরিদর্শন (এসআই) ব্রজেশ্বর বর্মণ। তিনি বলেন, মারুফের ডান হাতে দুটি পোড়া দাগ রয়েছে।

ধারণা করা হচ্ছে বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS