ঢাকা | মে ১২, ২০২৫ - ৬:২৪ অপরাহ্ন

কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি ও নগদ অর্থ প্রদান

  • আপডেট: Monday, May 12, 2025 - 12:06 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের ব্যবস্থাপনায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

রোববার মহিবাথানাস্থ আব্দুল মজিদ মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পরিচালক ও প্রধান শিক্ষকদের হাতে এই অর্থ ও সনদ তুলে দেন অত্র অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সাদী মোহাম্মদ আলী, রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কাশিয়াডাঙা থানা কমিটির সভাপতি আরিফুল ইসলাম সবুজ, চন্দ্রিমা থানা কমিটির সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক ইয়াসমিন আরাসহ প্রতিনিধিগণ।

অনুষ্ঠানের সভাপতি বলেন, এবারে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ছিলো ১২০০ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭০জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১৮০ জন। সর্বমোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন।

Hi-performance fast WordPress hosting by FireVPS