ঢাকা | মে ১৩, ২০২৫ - ৪:৩১ পূর্বাহ্ন

৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাই গ্রেপ্তার

  • আপডেট: Monday, May 12, 2025 - 11:00 pm

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিট।

রোববার সন্ধ্যায়  উপজেলার শেরকোল শাহী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পাওয়ার টিলারের টুলবক্স থেকে ফেনসিডিলসহ ওই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর গোপাল নগর দক্ষিণপাড়ার হযরত আলী ছেলে মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) ও শহীদুল ইসলাম ওরফে বাবু (২৫)।

জানা গেছে, ফেনসিডিল বহনকারী পাওয়ার টিলারটি চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর তানোর, বাগমারা ও নওগাঁর আত্রাই হয়ে নাটোরের সিংড়ায় আসে। দীর্ঘ নজরদারির পর সিংড়ার শেরকোল শাহী বাজার এলাকায় টিলারটি এলে এটির গতিরোধ করা হয়।

পরে তল্লাশি চালিয় ৩৬৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক করা হয় দুই ভাইকে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় রোববার রাতে থানায় একটি মামলা হয়েছে। সেই মামলয় ওই দুই ভাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS