ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:৩১ পূর্বাহ্ন

২২ মে নামবে নওগাঁর আম

  • আপডেট: Monday, May 12, 2025 - 10:55 pm

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। আগামী ২২ মে থেকে এ জেলায় গাছ থেকে আম সংগ্রহ করা যাবে। ওই দিন থেকে কেবল গুটি জাতের আম সংগ্রহ করা যাবে।

নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে কৃষি কর্মকর্তা, স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ সংক্রান্ত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এই সময়সূচি ঘোষণা করেন।

সভায় জানানো হয়, আগামী ২২ মে থেকে গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ ৩০ মে ও ক্ষীরসাপাতি বা হিমসাগর ২ জুন থেকে সংগ্রহ করা যাবে।

এ ছাড়া নাক ফজলি ৫ জুন, ল্যাংড়া ও হাঁড়িভাঙা ১০ জুন, ফজলি আম ২৫ জুন ও আম্রপালি ১৮ জুন থেকে সংগ্রহ করতে পারবেন চাষিরা। সর্বশেষ ১০ জুলাই থেকে সংগ্রহ যাবে আশ্বিনা। বারী-৪ ও গৌরমতি জাতের আম এবং বানানা ম্যাঙ্গো ২৫ জুন থেকে সংগ্রহ শুরু হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, চলতি মৌসুমে জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। হেক্টরপ্রতি ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৫০ টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন আম। যার বিক্রয় মূল্য ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, আবহাওয়ার তারতম্যের কারণে কোথাও নির্ধারিত সময়ের আগে গাছে আম পরিপক্ব হলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে জানিয়ে প্রত্যয়নপত্র নিয়ে চাষিরা আম সংগ্রহ করতে পারবেন। আম পাকানো ও বাজারজাতে কেমিক্যালের ব্যবহার ঠেকাতে আম নামানোর সময় বেঁধে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশে নওগাঁর আমের বিশেষ সুনাম রয়েছে। ইতিমধ্যে এ জেলার নাক ফজলি আম জিআই স্বীকৃতি পেয়েছে। সারা দেশে নওগাঁর আম্রপালির বিশেষ চাহিদা রয়েছে। আম অপরিপক্ব অবস্থায় কেউ যেন বাজারজাত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সচেষ্ট থাকবে।

কোনো অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বাজারজাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী ককর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও আমচাষিরা উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS