ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:৪৩ পূর্বাহ্ন

হতদরিদ্র কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার দাবি কৃষকদলের

  • আপডেট: Monday, May 12, 2025 - 11:25 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি কৃষি উপকরণ বিতরণে পক্ষপাতিত্ব ও প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে কৃষকদল।

সোমবার সকালে গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে শহিদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও গোগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত আলী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক ও রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল আলম সমাপ্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব অ্যাডভোকেট আশরাফ মল্লিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

প্রকৃত কৃষকদের বঞ্চিত রেখে সরকারি কৃষি উপকরণ বিতরণে দলীয়করণ করা হচ্ছে। ইউএনও কার্যালয় থেকে বরাদ্দপ্রাপ্ত বীজ, সারসহ অন্যান্য সহায়তা বিতরণে পূর্বের তালিকা অনুসরণ করা হচ্ছে, যা অপ্রাসঙ্গিক এবং দলীয় লোকজন দিয়ে ভরা।

এতে প্রকৃত কৃষকরা যেমন বঞ্চিত হচ্ছেন, তেমনি ন্যায্য পাওনার দাবিতে অফিসে ধর্ণা দিয়েও কোনো প্রতিকার মিলছে না। কৃষকদলের নেতারা আরও বলেন, বিতর্কিত ও মামলাভুক্ত সাবেক ইউপি চেয়ারম্যানরা প্রকাশ্যে রাজনৈতিক আশ্রয়ে থেকে সরকারি সুবিধা ভোগ করছেন।

ইউএনও’র সহযোগিতায় এসব সুবিধাভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে বৈষম্যমূলক। সমাবেশ শেষে কৃষকদের দাবিসমূহ সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS