শিবগঞ্জে প্রতারণা করে ১০ লাখ টাকা আত্মসাত, কারাগারে নারী

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতারণার ফাঁদে ফেলে অসহায় নিস্ব নারীদের মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার নামে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কটকতারা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়, উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী হঠাৎপাড়া গ্রামের মৃত জুয়েল আলির মেয়ে ও মনিরুল ইসলামের স্ত্রী কটকতারা বেগম ২০২২ থেকে ১ জানুয়ারী ২০২৫ পর্যন্ত একই ইউনিয়নের ধোবড়া গ্রামের অসহায় ও নি:স্ব নারীদের মাতৃত্বকালীন ও বয়স্কভাতার কার্ড করে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেন।
রোববার ধোবড়া গ্রামের জান্নাতি বেগম, মালা বেগম ও আয়েশা বেগমসহ আরো অনেক প্রতারণার শিকার নারীদের সহায়তায় তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
ভুক্তভোগী জান্নাতি বেগম, মালা বেগম ও আয়েশা বেগম বলেন, মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার প্রলোভন দেখিয়ে শাহাবাজপুর ও ধাইনগর ইউনিয়নের প্রায় ৭০ জনের কাছ থেকে জনপ্রতি চার হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সর্বমোট প্রায় ১০ লাখ টাকা আত্মসাত করেছেন কটকতারা বেগম।
যতবার খোঁজ নিয়েছি, ততবারই শুধু প্রতিশ্রুতি দিয়েছে। তবে প্রতারক কটকতারা বেগমের ভাষ্য, এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আশরাফুল হকের সংশ্লিষ্টতা রয়েছে। যদিও আশরাফুল হক বিষয়টি অস্বীকার করেছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া বলেন, আশরাফুল হকের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আশরাফুল হক বাদি হয়ে থানায় মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।