ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:৩৭ পূর্বাহ্ন

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদণ্ড

  • আপডেট: Monday, May 12, 2025 - 10:52 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিনজন মাদক সেবিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

আদালত সূত্র জানায়, আবাদপুকুর বাজার এলাকায় মাদকের আড্ডা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান থানা পুলিশকে সাথে অভিযান পরিচালনা করেন।

এসময় নেশাগ্রস্থ অবস্থায় নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার জাহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৩), রাণীনগর উপজেলার চকারপুকুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নূরে আলম (২৭) ও কালীগ্রাম মুন্সিপুর গ্রামের রশিদুলের ছেলে রমজান আলী (২৬) কে হাতে নাতে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আরও একশত টাকা করে জরিমানা করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ রায়হান জানান, দন্ডপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS