ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:১৭ পূর্বাহ্ন

রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

  • আপডেট: Monday, May 12, 2025 - 11:44 pm

স্টাফ রিপোর্টার: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৫ পালন করা হয়।

এ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর লক্ষ্মীপুরস্থ নিজস্ব হাসপাতাল ভবন থেকে সকাল নটায় একটি র‌্যালি বের হয় এবং র‌্যালি শেষে আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠনের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি-১ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন খন্দকার এনায়েত হোসেন বাবু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, এছাড়াও উপস্থিত থাকেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আজীবন সদস্যবৃন্দ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সিটিটিউট রাজশাহী সকল কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার এক অবিচ্ছেদ্য অংশ। একজন রোগীর সুস্থতার পেছনে চিকিৎসকের পাশাপাশি নার্সদের নিবেদিত পরিশ্রম, সহানুভূতি ও যত্নই হয়ে দাঁড়ায় প্রধান চালিকাশক্তি। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত রোগীদের যত্নে নার্সদের ভূমিকা অনস্বীকার্য।

আমরা গর্বিত যে, আমাদের ফাউন্ডেশনের এমন অনেক নিবেদিত প্রাণ নার্স রয়েছেন, যারা দিন-রাত নিরলসভাবে মানুষের সেবা করে চলেছেন। এই দিবস তাদের স্বীকৃতি দেওয়ার, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর এক মহৎ উপলক্ষ।

এ আয়োজন সকল নার্সদের প্রেরণা দেবে এবং ভবিষ্যতে আরও উৎসাহ নিয়ে জনসেবায় নিজেদের নিয়োজিত করতে আগ্রহী করবে। ইতিমধেই এই হাসপাতালের নার্স ও

ডাক্তারদের জন্য উন্নত কার্য পরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং ক্রমান্বয়ে উন্নত করণের কাজ এগিয়ে চলেছে। এছাড়াও সেবা কাজে নিয়োজিত স্টাফদের নিয়মিত প্রশিক্ষণ, মূল্যায়ন ও অধিকতর অনুকূল কর্ম পরিবেশ সৃষ্টির প্রক্রিয়া এগিয়ে চলেছে।

অনুষ্ঠানের শেষাংসে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং কর্মরত নার্স স্টাফদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS