ঢাকা | মে ১৩, ২০২৫ - ৪:৪০ পূর্বাহ্ন

পার্বতীপুরে ৪ দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু

  • আপডেট: Monday, May 12, 2025 - 10:47 pm

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ কারখানার উপ অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তার আয়োজনে সোমবার দেশের কম্পট্রোরাল অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী সারাদেশের ন্যয় পার্বতীপুরে পালিত হলো বিশেষ সেবা কার্যক্রম।

সোমবার থেকে ৪ দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম চলবে। এদিকে পার্বতীপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসারের কার্যালয় বিশেষ সেবার আওতায় রং বেরং পোস্টার ব্যানারসহ বিভিন্ন ধরনের সেবামূলক দিক নির্দেশনা তুলে ধরে।

বিশেষ সেবা কার্যক্রম আওতায় সরকারি, অবসর প্রাপ্ত সরকারি চাকরিজীবীদের বেতন ও পেনশন ভাতা, লাইভ ভেরিভিকেশনসহ সকল ধরনের এ সেবার আওতাধীন এ সেবা প্রদান করে। সার্বিক বিষয়ে দেখভাল করেন কেলোকার প্রধান নির্বাহী মোহাম্মদ সাইফুল ইসলাম।

রেলওয়ে কেলোকার ডিএফ এ কুলছুম কাকলী উপজেলা হিসাব রক্ষক অফিসার সোহেল ইবনে শহীদ, কেলোকা হিসাব রক্ষক খন্দকার ইমরান ও ফরিদুল ইসলাম এবং অডিটররা হলেন নুরুল আমিন, নাজমা আকতার, আলী রায়হান, শিরিন আকতার ও হাফিজুর রহমানসহ দপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মচারীরা উপস্থিত থেকে বিশেষ সেবা কার্যক্রমে সহযোগিতা করে থাকেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS