ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:২৯ পূর্বাহ্ন

নগরীতে গাঁজা ও চোলাইমদ উদ্ধার গ্রেপ্তার ২

  • আপডেট: Monday, May 12, 2025 - 11:56 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর কর্ণহার থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশি চোলাইমদসহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা ও ডিবি পুলিশ।

আরএমপি কর্ণহার থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি হাসিবুর রহমান (২৫) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার করমজা মধ্যপাড়ার আমিনুল ইসলামের ছেলে ও ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি তিলু বিশ্বাস (৬১) কাশিয়াডাঙা থানার মিয়াপুর সুতাহটি এলাকার মৃত দেবেন মুরারীর স্ত্রী।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার ও কাশিয়াডাঙা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS