ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:৩২ পূর্বাহ্ন

থানায় অভিযোগ দিতে এসে আ’লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট: Monday, May 12, 2025 - 10:57 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের মামলা দিতে এসে বেলাল হোসেন (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা তিনটি নাশকতার মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

রোববার সন্ধ্যার দিকে তাকে থানা চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। ধুনট থানার ওসি সাইদুল আলম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, বেলাল হোসেন বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মেহের বকস শেখের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সম্প্রতি তার জায়গা প্রতিপক্ষের লোকজন দখল করে নেয়।

এ ব্যাপারে অভিযোগ দিতে তিনি রোববার সন্ধ্যার দিকে ধুনট থানায় আসেন। পুলিশ তার পরিচয় নিশ্চিত হওয়ার পর নাশকতার তিনটি মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে তাকে গ্রেফতার করে। গত ২০২৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত থানায় বিএনপি অফিস, সাবেক এমপির গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগের তিনটি মামলা হয়।

স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতারা এসব মামলার বাদী। মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সোমবার বিকালে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, তদন্তে তিনটি নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা বেলাল হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

গ্রেপ্তার করার পর তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। মামলাগুলোর অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS