ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:৪৪ পূর্বাহ্ন

তানোরে খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন

  • আপডেট: Monday, May 12, 2025 - 11:18 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

১২ মে সোমবার বিকালে তানোর সরকারি খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫ সালের বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মলিউজ্জামান সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত ধান চাল সংগ্রহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) মুকুল টুডু, কামারগাঁ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) আতিক রহমান, তানোর চাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন সরকার রঞ্জু, কোষাধ্যক্ষ ব্যবসায়ী জামিলুর রহমানসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মিল মালিকগণ, গণমাধ্যম কর্মী ও প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

তানোর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকুল টুডু বলেন, ২০২৫ সালের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে ৪৯ টাকা কেজি দরে অটো ও  হাস্কিং মিল থেকে ৬শ’ ২০ মেট্রিক টন চাল ও ৩৬ টাকা কেজি দরে ১হাজার ৭২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

তিনি বলেন, সোহেল নামের এক কৃষকের কাঝ থেকে ২ টন ধান ক্রয়ের মধ্যদিন শুরু হলো ধান ক্রয়। এটি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

Hi-performance fast WordPress hosting by FireVPS