ঢাকা | মে ১৩, ২০২৫ - ৪:১১ পূর্বাহ্ন

চাঁপাইয়ে কোরআন দিবস উপলক্ষে কোরআন বিতরণ ও গণজমায়েত

  • আপডেট: Monday, May 12, 2025 - 11:22 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কতটা অপরাধ করলে একটা দেশের প্রধান থেকে শুরু করে বাইতুল মোকারমের ইমাম পর্যন্ত সবাইকে পালাতে হয়।

ইউনিয়ন পর্যায়ের কোন নেতাকেও খুঁজে পাওয়া যায় না। চব্বিশের গণ আন্দোলনে মানুষ রাস্তায় নেতে তাদের বিতাড়িত করেছে। গত রোববার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে ছাত্র গণজমায়েতে এসব কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নূরুল ইসলাম সাদ্দাম।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ এদেশের আলেম-ওলামাদের জেলে ভরেছে। মাহফিলের ময়দানগুলোতে তারা আলেম ওলামাদের অপদস্ত করেছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধংস করেছে। কেউ যাতে কোরআনের আলোয় আলোকিত হতে না পারে সে জন্য পাড়ায় পাড়ায় মাদকের সাম্রাজ্য তৈরি করেছিল।

নূরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, বাংলাদেশে যখনই কোন যৌক্তি আন্দোলন হয়েছে তখই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এ জন্য আওয়ামী লীগ মনে করেছিল এদের নিষিদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোন আর রাস্তা খোলা নাই। তাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল।

চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে ছাত্র গণজমায়েত এ চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইউসুফ আল গালিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

এর আগে কোরআন দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ৪০০ জনের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS