ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:৩৫ পূর্বাহ্ন

আ’লীগ নিষিদ্ধে দ্বিমত নেই: বিএনপি নেতা শাহজাহান

  • আপডেট: Monday, May 12, 2025 - 11:27 pm

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধের বিষয়ে দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করে অত্যাচার, নির্যাতন, হামলা ও গুম করে মানুষ হত্যা করেছে। কাজেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করে যারা অপরাধী তাদের অবশ্যই বিচারের মুখোমুখী করতে হবে।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে অভিভাবক সমাবেশে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে শিক্ষার গুণগত মান ছিল না। একেবারে কমে গেছে। আগামীতে যেভাবে শিক্ষার্থী বাড়বে, সেই লক্ষ্যে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য চেষ্টা করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সভাপতি প্রফেসর গোলাম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী ও অধ্যক্ষ নুরুল ইসলাম প্রমূখ।

পরে অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে অনুদানের চেক তুলে দেয়া হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS