রাজশাহী বিএনপির সাবেক নেতাদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নানা অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে বিএনপির সাবেক নেতারা।
রোববার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু।
এসময় রাজশাহীর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলু, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, রাসিকের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন দিলদার ও মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ স্ইুটসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাইদুর রহমান পিন্টু বলেন, বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে থানা ও ওয়ার্ড পর্যায়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে। যেসব আওয়ামী সন্ত্রাসীর হাতে অতীতে বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন, তাদেরকেই এখন মহানগর বিএনপির কিছু নেতা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।