ঢাকা | মে ১৩, ২০২৫ - ১:২১ পূর্বাহ্ন

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে হেযবুতের প্রচারপত্র বিলি

  • আপডেট: Monday, May 12, 2025 - 12:04 am

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রোববার সকালে রাজশাহীতে প্রচারপত্র বিলি করেছে হেযবুত তাওহীদ।

নগরীর তালাইমারি মোড় থেকে প্রচারপত্র বিলি শুরু করেন তারা। সাধুর মোড়, কেদুর মোড়, খড়বোনা, আলুপট্টি, কুমারপাড়া হয়ে তারা সাহেববাজার যান। পরে জিরোপয়েন্টে পথসভা করেন তারা।

এ সময় হেযবুত নেতারা বলেন, ‘বাংলাদেশ থেকে মাত্র ছয় হাজার কিলোমিটার দূরে পবিত্র আরব ভূমির ফিলিস্তিনি মুসলমানদের জীবনে মহাপ্রলয় নেমে এসেছে।

বর্তমান পরিস্থিতিতে বিশ্বের মুসলমানকে একজন নেতার নেতৃত্বে আসতে হবে। তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। বিশ্বের মুসলমানকে এক হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে।’

এ সময় সংগঠনের রাজশাহী অঞ্চলের সভাপতি আশিক মাহমুদ, জেলার সভাপতি আরিফুজ্জামান গালিব, নাটোর অঞ্চলের সভাপতি আনিসুর রহমান শাকিল, নাটোর জেলার সভাপতি সবুর খান, জয়পুরহাটের সভাপতি মাসুদ রানা চৌধুরী, রাজশাহীর মতিহার থানার সভাপতি মনিরুজ্জামান মিলন, বোয়ালিয়া থানার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS