ঢাকা | মে ১২, ২০২৫ - ৬:২৬ অপরাহ্ন

শিবগঞ্জে জামায়াত কর্মী হত্যায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Sunday, May 11, 2025 - 11:23 pm

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রকাশ্যে জামায়াত কর্মী গোলাম আজমকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১২টায় শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হত্যার দেড় মাস পেরিয়ে গেলেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রতিবাদ জানান বক্তারা। বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে গত ১৯ মার্চ বিকালে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২২ মার্চ রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াত কর্মী গোলাম আজম।

পরদিন তার পিতা বাদি হয়ে শিবগঞ্জ থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। কিন্তু ঘটনার এক মাস ২০ দিন পেরিয়ে গেলেও একজন আসামিও গ্রেপ্তার হয়নি।

বক্তারা আরও বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও নিরব পুলিশ। তাদেরকে গ্রেপ্তার করতে নেই কোন তৎপরতা। উল্টো আসামিরা এখনও নিহতের পরিবারকে মামলা তুলে নিতে নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

এ নিয়ে মামলা করে উল্টো নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবার। মানববন্ধনে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়ক অবরোধের হুশিয়ারী দেন বক্তারা।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্কার জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, শিবগঞ্জ পৌর শাখার সভাপতি এসএম মহিউদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলা, নিহত জামায়াত কর্মী গোলাম আজমের পিতা আব্দুল খালেক, মা রহিসা বেগম, বোন খালেদা বেগম, স্ত্রী হালেমা খাতুন ও ওয়াহেদ আলীসহ অন্যরা।

Hi-performance fast WordPress hosting by FireVPS