ঢাকা | মে ১২, ২০২৫ - ৬:৪৩ অপরাহ্ন

বেন বেন অ্যাফ্লেক এখন হলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর!

  • আপডেট: Sunday, May 11, 2025 - 7:38 pm

অনলাইন ডেস্ক: বেন অ্যাফ্লেক এখন ‘ব্যাচেলর’! জেনিফার লোপেজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেন এখন হলিউডের সবচেয়ে ‘কাঙ্ক্ষিত ব্যাচেলর’।

সম্প্রতি এই অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যে আবার হলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর তকমা পাচ্ছেন, কেমন বোধ করছেন তিনি? বেন বেশ হেসেই জবাব দেন, ‘খুব ভালো।’

এমনিতে বেন পুরোদস্তুর প্রেমিক পুরুষ। এই বছরের জানুয়ারিতে পপ তারকা জেনিফার লোপেজের সাথে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা বেশ কয়েকটি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে গুজব রয়েছে। এমনকি ব্যাটম্যান কেমন নারী সঙ্গী পছন্দ করেন, তাও জানিয়েছেন।

সম্প্রতি বেন পশ্চিম হলিউডের একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে এক ফটোগ্রাফার তাকে প্রশ্ন করেন, ‘আপনি এখনও ল্যাটিনাদের পছন্দ করেন কি?’ ফটোগ্রাফার তার প্রাক্তন স্ত্রী জেনিফার লোপেজের কথা উল্লেখ করে বলেন, তিনি তো পুয়ের্তো রিকোতে জন্মগ্রহণ করেন এবং বিশ্বব্যাপী বিখ্যাত ল্যাটিন-আমেরিকান গায়িকাদের একজন।

তার প্রশ্নের উত্তরে বেন জানান, তিনি ল্যাটিন-আমেরিকান মেয়ে পছন্দ করেন। এর আগে অ্যাফ্লেক আরেক ল্যাটিন অভিনেত্রী আনা ডি আরমাসের সঙ্গেও কিছুদিন ডেট করেছেন। যদিও খুব অল্প সময়ের জন্য তারা সম্পর্কে জড়িয়েছিলেন।

এদিকে, লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর ব্যাটম্যান অভিনেতা তার প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নার এবং তাদের তিন সন্তান- ভায়োলেট, স্যামুয়েল এবং সেরাফিনার সাথে অনেক সময় কাটাচ্ছেন।

২০২২ সালে জর্জিয়াতে বিয়ে করেছিলেন বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। ৫৫ বছর বয়সী গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ ২০২৪ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS