ঢাকা | মে ১২, ২০২৫ - ১১:৫৬ অপরাহ্ন

তানোরে রাতের আধাঁরে পুড়িয়ে দেয়া হল চার বিঘা জমির ধান

  • আপডেট: Sunday, May 11, 2025 - 10:58 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে রাতের আঁধারে কে বা কারা ঘাস মারা বিষ দিয়ে ৪ বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির চকরহমত গ্রামের জমির মাঠে।

শুক্রবার রাতের যে কোন সময়ে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান পৈত্রিক সূত্রে পাওয়া জমির মালিক জাহাঙ্গীর আলম।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার চকরহম গ্রামের জমির মাঠের ওই ৪ বিঘা জমি ১৯৭৭ সালে ক্রয় সূত্রে দীর্ঘদিন ধরে নিয়ামতপুর উপজেলার চকপাহার গ্রামের মৃত আয়েজ উদ্দীনের পুত্র জাহাঙ্গীর আলম দিং খাজনা খারিজ করে ভোগ দখলে রেখে চাষাবাদ করে আসছেন।

হঠাৎ ২০২৩ সালে ওই জমি নিজের দাবি করে তানোর জৈনক একজন ব্যক্তি ওই জমি দখলে নেয়ার চেষ্টা করে ব্যার্থ হন। সেই থেকেই ওই জমির দখল নিয়ে উভয়ের মধ্যে মামলা চলছে। তবে ওই জমি জাহাঙ্গীর আলম দিং দের দখলেই রয়েছে এবং এবছর বোরো ধান রোপণ করেছেন।

গতকাল রোববার দুপুরে সরেজমিন ওই জমিতে গিয়ে দেয়া যায়, জমিতে রোপণ করা বোরো ধানের শীষ সবে মাত্র বের হতে শুরু করেছে। গত শুক্রবার রাতের আঁধারে কে বা কারা ঘাস মারা বিষ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। ফলে পুরো ধান পড়ে খড়ে পরিণত হয়েছে।

গ্রামের লোকজন বলেন, ওই জমি দীর্ঘদিন ধরেই জাহাঙ্গীর ও তার ভাই বোনসহ ওয়ারিশগণ চাষাবাদ করে আসছেন এবছরও তারা ওই জমিতে বোরো ধান চাষ করেছেন।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, এই জমি আমাদের বাবার ক্রয় করা জমি, যা আমাদের জন্মের আগ থেকেই আমার বাবা চাষাবাদ করেছেন এখন ওয়ারিশ সূত্রে আমরা চাষাবাদ করছি।

তিনি বলেন, ২০২৩ সালে ওই জমির মালিকানা দাবি করে তানোর সদরের হালিম নামের এক ব্যক্তি দখলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন ওই জমি নিয়ে প্রতিপক্ষের সাথে মামলা চলছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS