ঢাকা | মে ১২, ২০২৫ - ৮:১১ অপরাহ্ন

লালপুরে মদ খেয়ে গোপালপুর রেলগেট কিপারকে মারধর

  • আপডেট: Sunday, May 11, 2025 - 11:18 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মদ খেয়ে মাতাল হয়ে আজিমনগর রেল স্টেশন সংলগ্ন গোপালপুর রেলগেট কিপার শাফায়েত হোসেন চৌধুরীকে মারধরের ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত পৌনে দশটার দিকে গোপালপুর রেলগেটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আজিমনগর রেল স্টেশন মাস্টার কামরুল হোসেন।

জানা যায়, শনিবার রাতে মদ খেয়ে মাতাল অবস্থায় রেলগেট সংলগ্ন ডক্টর ফার্মেসিতে খাবার স্যালাইন নিতে আসেন রেলগেটের অদূরে মধুবাড়ি গ্রামের রঞ্জিত ঘোষ এর ছেলে বিপুল ড্রাইভার (৫৪) ও গুচ্ছগ্রামের মৃত জলিলের ছেলে আজবার (৪৫)।

এসময় বিপুল ড্রাইভার  এসএমসি খাবার স্যালাইনকে এস এস সি স্যালাইন পড়ায় হেসে ফেলেন গেট কিপার শাফায়েত। এতে বিপুলের সাথে থাকা আজবার ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে শাফায়েতকে মারধর করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর ফার্মেসির স্বত্বাধিকারী মিনহাজ ইসলাম।

এ বিষয়ে ভুক্তভোগী শাফায়েত বলেন, ওষুধের দোকানে মাতাল অবস্থায় আজবর আমাকে গালিগালাজ শুরু করলে আমি গেট কিপারের নির্ধারিত কক্ষে চলে আসি। সেখানে জোরপূর্বক প্রবেশ করে সে আমাকে লাঠি দিয়ে মারধর করে।

এ সময় আমাকে তারা প্রাণ নাশের হুমকি দেয়। রোববার সকাল ১১ টা পর্যন্ত আমার ডিউটি থাকায় আমি চিকিৎসা নিতে পারিনি। বিষয়টি ঈশ্বরদী জিআরপি থানাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। শীঘ্রই এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করব।

এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আব্দুলপুর রেল স্টেশন জংশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, গোপালপুর রেলগেট সংলগ্ন এলাকায় মাদকাসক্তদের উপদ্রবে রেলওয়ে কর্মচারীদের দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে।

গত রাতের ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। আমরা দ্রুত এর সমাধান চাই।

এ বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা মাতালদের এমন উপদ্রবে ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, সরকার স্টেশনের কাছেই একটি মদের ভাটি অনুমোদন দিয়ে রেখেছে। এই ভাটিতে মদ খেয়ে মাতালরা বিভিন্ন ধরনের অপকর্ম ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে।

এতে এ অঞ্চলের সামাজিক পরিবেশে চরম নেতিবাচক প্রভাব ফেলছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত মদের ভাটি ও মাদক কারখানাগুলো বন্ধের দাবি জানান।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান প্রশিক্ষণে থাকায় তিনি ইউএনও-র দায়িত্বে রয়েছেন।

তিনি বলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলোচনা করে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS