রাজশাহী পুড়ছে তীব্র তাপপ্রবাহে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মত বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আগের দিনের ৪০ ডিগ্রি তাপমাত্রাকে ছাড়িয়ে তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁচেছে। এই তীব্র তাপপ্রবাহে মাঠ-ঘাট যেন পুড়ে যাচ্ছে।
কৃষি বিভাগ বলছে, কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে কৃষিতে। প্রায় সপ্তাহ ব্যাপী বৃষ্টি না থাকায় মাঠের ফসল যেন পুড়ে যাচ্ছে। এসময় মাঠে রয়েছে পাট, আউশ ধান, ভুট্টা, বিভিন্ন ধরনের সবজি এবং বাগানে রয়েছে আম, লিচু, কাঠাল। কৃষিবিদরা এই প্রতিকুল আবহাওয়ায় ফসল রক্ষায় পানি সেচ দেবার পরামর্শ দিচ্ছেন।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা। গত বছর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ এপ্রিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। তারা আরও জানায়, রাজশাহীতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল গত ৫ মে ৪৬ দশমিক ৪ মিলিমিটার।
সূর্যের তাপের প্রখরতায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে বের হচ্ছে না। এই গরমে মানুষকে স্বস্তি দিতে বিক্রি বেড়েছে আখের রস, শরবত, মাঠা ও আইসক্রিমের। হাসপাতালগুলোতে বেড়েছে গরম জনিত ডাইরিয়া, হিটস্ট্রোক আক্রান্ত রোগীর সংখ্যা। এই গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা। ডাক্তাররা এসময় সকলকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিচ্ছেন।
গতকাল শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আবহাওয়ার পূর্বাভাসে জানান, তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলা। সেই সঙ্গে ঢাকাসহ দেশের ৬ বিভাগ ও ৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।
আগামী মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া আগামী পাঁচদিনের মধ্যে দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।