রাজশাহীর মকবুল হত্যা মামলার পাঁচ আসামি কক্সবাজারে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দূর্গাপুরে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার প্রধান আসামি আলামিনসহ এজাহারভুক্ত পাঁচ পলাতক আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
রোববার ভোরে অভিযান চালিয়ে কক্সবাজার সদরের সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আলামিন, শহিদুল ইসলাম শাহাবুর, রিপন এবং মেহেদী হাসান ওরফে বাটুল।
তাদের বাড়ি রাজশাহীর দূর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামে। র্যাব জানায়, গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে নগরীর আমচত্বর মোড়ে পূর্বপরিকল্পিত ভাবে মকবুলকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত মকবুল হোসেনের স্ত্রী দূর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করলে র্যাব-৫ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। র্যাব-৫ এর সিপিএসসি শাখার একটি চৌকস দল নিয়মিতভাবে গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে পাঁচ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।