ঢাকা | মে ১২, ২০২৫ - ১০:৪৪ পূর্বাহ্ন

রাজশাহীতে তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি, এ মৌসুমের সর্বোচ্চ

  • আপডেট: Sunday, May 11, 2025 - 5:29 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। কয়েকদিন ধরেই সূর্যের প্রচণ্ড উত্তাপ আর তপ্ত বাতাসে পুড়ছে নগরজীবন। রোদের তেজ ও গরমের কষাঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছেন নগরের সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবীরা।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা তীব্র তাপপ্রবাহের সীমা অতিক্রম করেছে। রোববার রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বোচ্চ।

রোববার সকাল থেকেই তাপমাত্রা বাড়তে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১০টায় তা বেড়ে দাঁড়ায় ৩৬ দশমিক ৬ ডিগ্রিতে। এরপর বেলা সাড়ে ১১টায় তাপমাত্রা হয় ৩৭ দশমিক ৪ ডিগ্রি, দুপুর ২টায় ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বেলা ৩টায় তাপমাত্রা বেড়ে হয় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এই প্রখর উত্তাপ ও পুড়ানো রোদের কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। রাস্তাঘাট, বাজার কিংবা অফিসপাড়া—সব জায়গায় মানুষের উপস্থিতি কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। কর্মজীবীদের অনেকেই মাথায় গামছা বেঁধে, কেউবা ছাতা বা রোদচশমা পরে রোদের সঙ্গে যুদ্ধ করে চলেছেন।

তীব্র গরম থেকে সামান্য স্বস্তি পেতে নগরের বিভিন্ন প্রান্তে মানুষ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। কেউ প্রাণ জুড়াচ্ছেন আখের শরবত, লেবুর রস বা ঠান্ডা পানীয় পান করে। তবে তাতেও মিলছে না পরিত্রাণ।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। বরং এই তীব্র তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

Hi-performance fast WordPress hosting by FireVPS