নগরীতে পদ্মায় ডুবে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক: রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে জয় হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে রাজশাহীর হাইটেক পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া জয় নগরের আলীগঞ্জ এলাকার বাহাদুর আলীর ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানায়, দুপুরে হাইটেক পার্ক এলাকায় পদ্মা নদীতে গোসলে নেমে জয় ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে জয়কে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার হাসপাতালের মরদেহ মর্গে রাখা হয়। রাজশাহী মেট্রোপলিটন নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রানা আহমেদ জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।