ঢাকা | মে ১২, ২০২৫ - ৮:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

  • আপডেট: Sunday, May 11, 2025 - 11:06 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় পণ্যসহ দেশের বিভিন্ন প্রান্তের উৎপাদিত ঐতিহ্যবাহী পণ্যের সমাহার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা।

শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ সভাপতি খাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়ের আব্দুল মতিনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত শিল্পপণ্য ও বাণিজ্য মেলায় প্রায় ১০০ টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী রেশম, নকসী কাঁথা, আমসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্য বিক্রি হচ্ছে।

এছাড়া ১৫ টি প্যাভিলিয়ন রয়েছে এবং শিশু-কিশোরদের চিত্তাকর্ষণের জন্য রয়েছে ২০ টি বিভিন্ন ধরনের রাইড। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে এতে ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হবে।

মেলার উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক ক্রেতাসহ দর্শনার্থীদের পদচারণায় মুখোরিত হয় পুরো স্টেডিয়াম এলাকা।

Hi-performance fast WordPress hosting by FireVPS