ঢাকা | মে ১২, ২০২৫ - ১০:৪৮ অপরাহ্ন

ফুটবলার হামজার ‘অভিষেক’ ম্যাচের টিকিট দিয়ে ব্যবসা করতে চাইছে বাফুফে

  • আপডেট: Sunday, May 11, 2025 - 7:28 pm

অনলাইন ডেস্ক: এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আগামী ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সিংগাপুর ম্যাচ। সেই ম্যাচ খেলবেন ইংলিশ ফুটবল লিগের খেলোয়াড় হামজা চৌধুরী। খেলতে পারেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম।

জুনেই তিনি ঢাকায় আসবেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিংগাপুর ম্যাচটা নিয়ে বেশ আলোড়ন উঠছে।

হামজা বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলবেন। ঢাকায় স্টেডিয়ামে অফিসিয়াল ম্যাচ হবে সেটি। এ ম্যাচ নিয়ে বাড়তি আকর্ষণ রয়েছে।

এ ম্যাচের টিকিট চাহিদা অনুভব করছে বাফুফে। দেশের বিভিন্ন আগ্রহী ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার, তাদের পরিবার বাংলাদেশ-সিংগাপুর ম্যাচ উপভোগ করতে চায়।

বাফুফে তাদের চাওয়াটা পূরণ করতে চায়। বাফুফে মনে করে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যদি খেলা দেখতে চায়, তাহলে বাফুফের সঙ্গে সম্পর্কটা ভালো হবে। আর সেই সম্পর্ক ধরে ফুটবল উন্নয়নের পথ বের করতে চায়।

অনেকে মনে করেন, এসব ক্ষেত্রে বাফুফে কতটা লাভবান হবে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। বাফুফের চেয়ে ব্যক্তিগত লাভটাই এখানে বেশি হবে, এটা অমূলক নয়।

বাফুফের পরিকল্পনা বাংলাদেশ-সিংগাপুর ফুটবল ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করা। বাফুফে মনে করে, এতে কালোবাজারি থেকে রক্ষা পাওয়া যাবে।

ঈদের সময় ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করার উদ্যোগ নিয়েও কালোবাজারি ঠেকাতে পারেননি দায়িত্ব প্রাপ্তরা।

দেশের ফুটবল ম্যাচের টিকিট সব সময় স্টেডিয়াম কাউন্টার থেকে বিক্রি হয়েছে, ক্রিকেটে আন্তর্জাতিক যত খেলা হয় সেগুলো ব্যাংকে বিক্রি হয়েছে, এবং খেলার দিন স্টেডিয়ামে টিকিট কাউন্টারে বিক্রি হয়েছে।

বাংলাদেশ-সিংগাপুর ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি হবে, যারা টিকিট কিনতে পারবেন না তাদের জন্য হেল্প ডেস্ক থাকবে, স্টেডিয়ামে এনআইডি দেখিয়ে টিকিট নেওয়ার বুথ থাকবে, এত আধুনিকতা নিয়ে প্রশ্ন উঠছে।

কিংস অ্যারেনায় আন্তর্জাতিক ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে বলা হলেও সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায় উলটো। বাফুফের কিছু কর্মকর্তা অতি আধুনিক হতে গিয়ে অনলাইনে বিক্রির পরিকল্পনা করছেন, নিজেদের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার চেষ্টা করছেন বলে ওয়াকিবহাল মহলের মত।

Hi-performance fast WordPress hosting by FireVPS