ঢাকা | মে ১৩, ২০২৫ - ১:৩১ পূর্বাহ্ন

গোমস্তাপুরে হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কাটা কর্মসূচির উদ্ধোধন

  • আপডেট: Sunday, May 11, 2025 - 11:24 pm

গোমস্তাপুর (চাঁপাই ) প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরে রবি/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকী করনের মাধ্যমে ৫০ একর বরো (উফশি) ধানের সমলয় চাষাবাদের লক্ষে কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ধান কর্তনে কর্মসূচির শুভ উদ্ধোধন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়।

রোববার সকাল এগারো টায় পার্বতীপুর ইউনিয়নের রাইহোগ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাই নবাবগঞ্জ জেলা  উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  ড.ইয়াছিন আলী।

প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার।

বক্তব্য রাখেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কৃষক ইমরুল কায়েশ, উপজেলা  কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আক্তার লাবনী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল হক, ফজলুর রহমান, আল ফুয়াদ, আব্দুর রাকিব, আবু কালাম প্রমুখ।

এছাড়া জেলা প্রশাসক  রহনপুর ইউনিয়নের বংপুরে পলিনেট হাউস ঘুরে দেখেন এবং এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পারিবারিক পুষ্টি বাগান সবজি চাষ ও বস্তায় আদা চাষ পরিদর্শন করেন ।

Hi-performance fast WordPress hosting by FireVPS