লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, বললেন অভিনেত্রী চমক

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চে পিকনিকে আসা তরুণীদের প্রকাশ্যে মারধরের ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোচিত।
তরুনীদের কাছ থেকে টাকাপয়সা ও মোবাইল ফোন লুট করার অভিযোগও পাওয়া গেছে।
নেহাল নামের এক যুবক লঞ্চের একেবারে সামনে দুই নারীকে বেল্ট দিয়ে প্রকাশ্যে পেটাচ্ছে। আর সেই ভিডিও ধারণ করছে সেখানকার শতাধিক মানুষ। কিন্তু কেউ বাঁধা দেয়নি, বরং স্বমস্বরে বলেছে মারধর করা ঠিক আছে! গতকাল (৯ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ঢাকাগামী এমভি ক্যাপ্টেন নামের লঞ্চে এ ঘটনা ঘটে।
এদিকে, দুই তরুণীকে মারধর করা জনতার মধ্যে একজন নেহাল আহমেদ জিহাদ বলেন, ‘শত শত মানুষ ছিল। আমি যদি কয়েকটি বাড়ি দিয়ে সবাইকে শান্ত না করতাম হয়তো মেয়েগুলোর সঙ্গে আরও খারাপ আচরণ হতো।
তাদের কয়েকটি মোবাইলও নিয়ে গিয়েছিল, সেগুলো আমি উদ্ধার করেছি। তাদের দুজনকে মারা আমার ঠিক হয়নি, তবে পরিস্থিতি শান্ত করতেই ভাই হিসেবে কাজ করছি। এর জন্য দুঃখ প্রকাশ করছি।’
মারধরে অভিযুক্ত যুবক নেহাল আহমেদ জিহাদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে মুন্সিগঞ্জ থানা-পুলিশ। মুন্সিগঞ্জ সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বেশ সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে।
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ফেসবুকে লেখেন, ‘এই পুকি ভাইটিকে ভাই হিসেবে একটু আপ্যায়ন করা দরকার। ভাইয়ের ক্ষমতা বোধহয় একটু বেশি হয়ে গেছে !