ঢাকা | মে ১১, ২০২৫ - ৩:৩৯ পূর্বাহ্ন

সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

  • আপডেট: Saturday, May 10, 2025 - 11:05 pm

চাঁপাই সীমান্তে বিজিবি নজরদারি বৃদ্ধি

চাঁপাই ব্যুরো: ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছের প্যানামা র্পোট লিংক লিমিটেডের ম্যানাজার মাইনুল হক।

অন্যদিকে, সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে টহল জোরদারসহ নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।

৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, টহলের পাশাপশি সীমান্তে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের মাঝে সচেতনতা বৃৃদ্ধিতেও কাজ করছে বিজিবি।

ইতিমধ্যে মসজিদের মাইকের মাধ্যমে সীমান্ত ঘেসা জমি চাষাবাদ এবং গরু-ছাগল চড়ানো রাখালদের সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য বলা হয়েছে এবং জনপ্রতিনিধি ও স্থানীয়দের বোঝানো হচ্ছে সীমান্তে কোন বিশৃঙ্খলা এবং বহিরাগত কাউকে দেখলে যেন দ্রুত বিজিবিকে খবর দেয়া হয়, তাহলে বিজিবি দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পারবে।

এছাড়া সীমান্তে সম্প্রীতি ধরে রাখার জন্য বিজিবি’র দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা হিন্দু ধর্মালম্বীদের খোঁজ-খবর নেয়া অব্যাহত রেখেছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS