ঢাকা | মে ১১, ২০২৫ - ৩:৪৬ পূর্বাহ্ন

লালপুরে পর্নোগ্রাফি মামলায় নবেসুমি’র সিডিএ গ্রেপ্তার

  • আপডেট: Saturday, May 10, 2025 - 10:52 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পর্নোগ্রাফি মামলায় নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি)  সিডিএ পদে কর্মরত শাফিউদৌলাকে (৩৮) গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। সে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নতুন পাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান।

লালপুর থানা ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের বাসিন্দা  ও নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি পদে কর্মরত এক নারী ২০২২ সালে একই প্রতিষ্ঠানের সিডিএ শাফিউদৌলার সাথে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

সে সময় শাফিউদৌলা ওই ভুক্তভোগীর (৩৫) ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়না মনি নামক একটি ফেসবুক আইডি থেকে সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই পুলিশ সিডিএ শাফিউদৌলাকে আটক করে।

এ বিষয়ে শাফিউদ্দৌলার স্ত্রী বলেন, ২০২৩ সালে সালিশ বর্গের কাছে সকল ডকুমেন্টস অর্পণ করে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। এতদিন পরে হঠাৎ করে কারা আবার ভিডিও ছড়িয়েছে আমরা কেউ জানিনা। আমার স্বামী এর সাথে জড়িত নয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান বলেন, গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। আইটি বিশেষজ্ঞদের সহায়তায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS